শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনশক্তিকে যোগ্যতা ও দক্ষতার সাথে গড়ে তুলতে হবে: আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৩, ১৬ জানুয়ারি ২০২৬

জনশক্তিকে যোগ্যতা ও দক্ষতার সাথে গড়ে তুলতে হবে: আবদুল জব্বার

মাওলানা আবদুল জব্বার

জামায়াতের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা ও গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন দেশ ও জাতির নেতৃত্বে জামায়াতের জনশক্তিকে যোগ্যতা ও দক্ষতার সাথে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে আমাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য জনগন কে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে হবে৷ ইনসাফ পূর্ণ দেশ গঠনে ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইউম।

মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত প্রোগামে আরো উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন প্রমূখ।