বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গিয়াসউদ্দিনের সম্পদ ১৭ কোটি, দায় প্রায় ৭ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৭, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৮, ১ জানুয়ারি ২০২৬

গিয়াসউদ্দিনের সম্পদ ১৭ কোটি, দায় প্রায় ৭ কোটি টাকা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের আর্থিক সক্ষমতা এবং সম্পদের চিত্র প্রকাশ পেয়েছে। 

নির্বাচন কমিশনে দাখিল করা তথ্য অনুযায়ী, তার মোট সম্পদ ১৭ কোটি ৪ লাখ ১২ হাজার ২২ টাকা। স্ত্রী ও নির্ভরশীলদের সঙ্গে মিলিয়ে সম্পদের পরিমাণ ১৬ কোটি ১ হাজার টাকা দেখানো হয়েছে।

হলফনামা অনুযায়ী, তার নামে কোনো ব্যাংক ঋণ নেই। ব্যক্তিগত দায় ৬ কোটি ৭৯ লাখ ২৭ হাজার টাকা, আর স্ত্রী ও নির্ভরশীলদের নামে দায় ২ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ২৯৭ টাকা।

নগদ অর্থের হিসাবে নিজস্ব নগদ ৫১ লাখ ২৩ হাজার ৩২১ টাকা, এবং স্ত্রীর নগদ ৬ লাখ ৯ হাজার ৬০৫ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা রয়েছে ৭ লাখ ৯২ হাজার ৮৭৯ টাকা। বার্ষিক আয় ৩৫ লাখ ১৬ হাজার ১৯৬ টাকা।

অস্থাবর সম্পদ হিসেবে তার নামে রয়েছে ৪৩০ দশমিক ৫০ শতাংশ অ কৃষি জমি, যার মূল্য ৬১ লাখ ২৯ হাজার ৯০৮ টাকা। স্ত্রীর নামে রয়েছে ২৫ দশমিক ৩৮ শতাংশ জমি, যার মূল্য ৫৮ লাখ ৫ হাজার ৩২৪ টাকা। এছাড়া তার মালিকানায় একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনের মূল্য ১৭ কোটি ৫৪ হাজার ১০৯ টাকা। আগ্নেয়াস্ত্র হিসেবে রয়েছে একটি, যার মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।