ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের আর্থিক অবস্থান ও সম্পদের চিত্র প্রকাশ পেয়েছে।
দাখিলকৃত তথ্যে দেখা যায়, আব্দুল্লাহ আল আমিনের মোট সম্পদের পরিমাণ ২৭ লাখ ৭৮ হাজার ১৭ টাকা। তার স্ত্রী ও সন্তানের নামে কোনো সম্পদ দেখানো হয়নি।
ব্যাংক ঋণের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ঋণমুক্ত। তার নামে কোনো ব্যাংক ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
নগদ অর্থের বিবরণে দেখা যায়, তার নিজ নামে রয়েছে ১৮ লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৫ লাখ টাকা। নগদ অর্থের এই পরিমাণ তার মোট সম্পদের একটি বড় অংশ জুড়ে আছে।
স্বর্ণ ও মূল্যবান ধাতুর ক্ষেত্রে, আব্দুল্লাহ আল আমিনের নিজের নামে ১০ লাখ টাকার স্বর্ণ ও মূল্যবান ধাতু রয়েছে। পাশাপাশি তার স্ত্রীর নামে রয়েছে ১২ লাখ টাকার স্বর্ণ ও মূল্যবান ধাতু।
বার্ষিক আয়ের হিসাবে, তার নিজস্ব বাৎসরিক আয় দেখানো হয়েছে ৫ লাখ ৮৫ হাজার টাকা।
ব্যাংক জমার পরিমাণ খুবই সীমিত। তার নামে ব্যাংকে জমা রয়েছে মাত্র ২৩ হাজার ৩৮৬ টাকা।
স্থাবর সম্পদের ক্ষেত্রে, তার নিজের বা স্ত্রীর নামে কোনো অ কৃষি জমি নেই। জমির পরিমাণ শূন্য এবং এর মূল্যও শূন্য টাকা হিসেবে দেখানো হয়েছে। একইভাবে তার নামে বা স্ত্রীর নামে কোনো আবাসিক বা বাণিজ্যিক ভবন নেই বলেও উল্লেখ করা হয়েছে।

