বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শাহ আলমের ব্যাংক ঋণ ৮২৪ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৩, ১ জানুয়ারি ২০২৬

শাহ আলমের ব্যাংক ঋণ ৮২৪ কোটি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ-আলমের আর্থিক সক্ষমতা ও সম্পদের বিস্তৃত চিত্র নির্বাচনী হলফনামার মাধ্যমে প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা তথ্য অনুযায়ী, তার নিজস্ব মোট সম্পদ ৬২ কোটি ৩২ লাখ ৭৯ হাজার টাকা, আর স্ত্রী ও সন্তানের মোট সম্পদ ২৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭৫১ টাকা। 

হলফনামার তথ্যে দেখা যায়, মোঃ শাহ-আলমের ব্যাংক ঋণ রয়েছে ৮২৪ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৭২২ টাকা। ব্যাংক ঋণের এই পরিমাণ একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা যাচ্ছে, কারণ এটি তার আর্থিক লেনদেন ও বিনিয়োগের পরিধি সম্পর্কে ধারণা দেয়। তথ্যে উল্লেখ রয়েছে, প্রার্থীর নগদ অর্থের মধ্যে নিজস্ব নগদ ৫ লাখ ৬৬ হাজার ৬ টাকা এবং স্ত্রী ও সন্তানের নগদ অর্থ ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

বার্ষিক আয়ের ক্ষেত্রে, শাহ-আলমের নিজস্ব আয়ের পরিমাণ ৬০ লাখ ৯৪ হাজার ৫১১ টাকা। এছাড়া তার সন্তান ৩ লাখ ৩৬ হাজার ৫৩৪ টাকা আয় করেন। 

অস্থাবর সম্পদে তার নামে রয়েছে ৯১৬ দশমিক ৮৫ শতাংশ অ কৃষি জমি এবং একটি ফ্ল্যাট, যার বর্তমান মূল্য দেখানো হয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা। স্ত্রী ও সন্তানের নামে রয়েছে ৪টি ফ্ল্যাট, যার মূল্য ১৪ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও তার নামে একটি গাড়ি রয়েছে, যার মূল্য ১ কোটি টাকা। হেলফনামায় স্বর্ণের হিসাবেও নিজস্ব ৪৪ ভরি এবং স্ত্রীর নামে ৫০ ভরি দেখানো হয়েছে। 

প্রার্থীর স্থাবর সম্পদের মধ্যে সবচেয়ে বড় অংশকে ঘিরে রয়েছে জমি ও ফ্ল্যাট।