বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়: গোলাম মসীহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪১, ৬ জানুয়ারি ২০২৬

খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়: গোলাম মসীহ

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসিহ্ বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল দেখেছি, অনেক শাসকের শাসন দেখেছি। কিন্তু কেউ দেশের মানুষের প্রকৃত শান্তি নিশ্চিত করতে পারে নাই। আমরা বাংলাদেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি, দেশের লক্ষ কোটি অর্থ বিদেশে প্রাচার হতে দেখেছি, ফ্যাসিস্টদের শাসনের নামে শোষণ দেখেছি। কিন্তু ন্যায়পরায়ণ শাসক দেখি নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, “খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়।”

মঙ্গলবার (৬ জানুয়ারি’২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. বিল্লাল হোসেন তালুকদার, উত্তরের সেক্রেটারি আ. মজিদ, জাতীয় শিক্ষক ফোরাম সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখাকে বিজয়ী করলে দেশের মানুষ খোদাভীরু শাসক পাবে, বাংলাদেশ কল্যাণরাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ।