বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এনসিপি প্রার্থী আল আমিনের নির্বাচনী ’থিমসং’ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৬, ২৮ জানুয়ারি ২০২৬

এনসিপি প্রার্থী আল আমিনের নির্বাচনী ’থিমসং’ প্রকাশ

ফাইল ছবি

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনে এগারো দলীয় জোট সমর্থিত এবং এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী 'থিমসং'। 

বুধবার আনুষ্ঠানিক ভাবে এই থিমসং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল পেইজ থেকে প্রকাশ করা হয়। র‍্যাপ ধাচের এই গানটির শিল্পী এবং রচয়িতা উভয়েই নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা।

"আন্ধারে কম ঢিল মারেন, মানুষ বুইঝ্যা সিল মারেন, 
আন্তাজে কম মিল মারেন,শাপলা কলিতে সিল মারেন" শিরোনামে প্রকাশিত গানটিতে প্রার্থী বুঝে ভোট দেয়ার আহবান জানানো হয়। এছাড়া নারায়ণগঞ্জ ৪ আসন অঞ্চলের বিভিন্ন সমস্যা, অসঙ্গতি, দুর্ভোগের কথা তুলে ধরা হয়। সমাধান পেতে যোগ্য প্রার্থীকে বেছে নিতে এবং শাপলা কলির উপর আস্থা রাখতে আহবান জানানো হয়।

এই বিষয়ে জাতীয় যুবশক্তির জেলা কমিটির মূখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন জাগিয়ে তুলতে র‍্যাপ ধাচের দুটি গান আলোড়ন তৈরি করেছিলো। শিল্পীরা ছিলেন নারায়ণগঞ্জের বাসিন্দা। সেই কথা মাথায় রেখেই র‍্যাপ ধাচের গান'কে থিমসং মনোনীত করা হয়েছে। 

এর বাইরেও 'ভোটের মিছিলে এবার প্রতীক শাপলা কলি' , 'পজেটিভ নারায়ণগঞ্জ চলো একসাথে গড়ি' গানগুলো প্রচারণায় ব্যবহার করা হবে।