বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে গণডাকাতি, ব্যবসায়ীদের জিম্মি করে টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৮, ২৮ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে গণডাকাতি, ব্যবসায়ীদের জিম্মি করে টাকা লুট

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ব্যবসায়ীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে গেছে। বুধবার ভোর চারটার দিকে উপজেলার গোলাকান্দাইল বালিয়াপাড়া সড়কের দড়িকান্দি শীতলছায়া ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী ও ডাকাতদের কবলে পড়া ব্যবসায়ীরা জানান,  ভোর চারটার দিকে দরিকান্দি এলাকার মাছ ব্যবসায়ী আব্দুল খালেকসহ আরো চারজন সিএনজি যোগে ভূলতা মাছের আড়তে আসতেছিলেন। উপজেলার গোলাকান্দাইল বালিয়াপাড়া সড়কের দড়িকান্দি শীতলছায়া ব্রীজ সংলগ্ন স্থানে পৌঁছাবা মাত্র ১২ থেকে ১৪ জনের একদল দুর্ধর্ষর ডাকাত পিস্তল ও রামদা চাপাতিসহ নানা ধরনের অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসায়ীদের গতিরোধ করে। পরে তাদেরকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা প্রায় লক্ষাধিক টাকা ও মোবাইল সেট লুটে নেয়। এমন করে আরো ৮ থেকে ১০ জন ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ডাকাতের কবলে পড়া আলী হোসেন নামের এক ট্রাক ড্রাইভার পাশের দড়িকান্দি এলাকায় গিয়ে স্থানীয় এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে ডাকাতের কবলে পড়া আব্দুল খালেকসহ অন্যান্যদের উদ্ধার করেন এবং এলাকাবাসীকে এগিয়ে আসতে দেখে ডাকাতরা পালিয়ে যান।

তারা আরো জানান, রূপগঞ্জ উপজেলার বালিয়াপাড়া-গোলাকান্দাইল সড়ক দিয়ে প্রায় ৪০ গ্রামের মানুষ চলাফেরা করেন। ভুলতা এলাকাটি কর্মযজ্ঞ ও ব্যবসায়ী এলাকার হিসেবে এখানে নানা ধরনের কর্মজীবী ও ব্যবসায়ীরা এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন। রাত বারোটার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিভিন্ন সময়ে এ সড়কে চলাচলরত কর্মজীবী ও ব্যবসায়ীরা ডাকাতের কবলে পড়েন। দীর্ঘদিন ধরে এসব ঘটনা ঘটলেও ভুলতা পুলিশ ফাঁড়ির তেমন কোন ভূমিকা নেই। বিশেষ করে, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেসুর রহমান দায়িত্ব পাওয়ার পর থেকেই এসব বল অপরাধমূলক কর্মকাণ্ড ঘটনা ঘটছে। তার দায়িত্ব অবহেলার কারণেই ডাকাতিসহ নানা অপরাধের ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের।

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেসুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোন প্রকার কথা না বলে পুলিশ ফাঁড়ি ত্যাগ করে চলে যান।

পথচারী, সিএনজি ও ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা বলেন, তারা প্রায় সময়ই ডাকাতের কবলে পড়েন । ডাকাত দল পিস্তল রামদা চাপাতি দিয়ে জিম্মি করে টাকা পয়সা লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে কুপিয়ে যখম করা হয়। ১০টা থেকে ১১ টার পর থেকেই এখানে ডাকাতি শুরু হয়। যার কারণে অনেকেই এ সড়ক ব্যবহার না করে অন্য সড়ক যোগে চলাচল করেন। এ ব্যাপারে স্থায়ী সমাধান চান ভুক্তভোগী এলাকার মানুষ।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী ইমদাদুল হক বলেন, গন ডাকাতির ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আমি একজন প্রার্থী আমিও ডাকাতের কবলে পড়েছি। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেসুর রহমানের দায়িত্ব অবহেলার কারণে এসব ডাকাতের ঘটনা ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। যারা ভুক্তভোগী তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।