ফতেহ মোহাম্মদ রেজা রিপন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আমরা গত সাতদিন যাবৎ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থ আবুল কালাম ভাইয়ের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। ইনশাল্লাহ আমরা ১২ তারিখ তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে লাইন ধরবো। ভোটের সময় শুরু হলে ধানের শীষে ভোট দিয়ে আমরা কালাম ভাইকে বিজয়ী করবো।
বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের যে উদ্যোগ তিনি নিয়েছেন এর সুফল অবশ্যই মানুষ পারে।
তিনি বলেন, জনগণ ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লব ঘটাবে। ধানের শীষ বিজয়ী হবে।

