ফাইল ছবি
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি জোট জমিয়তের প্রার্থী মনির হোসাইন কাসেমীর পক্ষে নির্বাচনী প্রার্থীর স্টিকার বহন ও সাঁটানো কার্যক্রম চালানোর সময় একজন প্রতিনিধিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) দেলপাড়া বিদ্যালয় সংলগ্ন দেলপাড়া বাজারে এই জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
এসময় তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, উক্ত কার্যক্রমটি “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫” এর ৭(গ) ধারা লঙ্ঘন করেছে। এ কারণে একই বিধিমালার ২৭ ধারায় প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে একটি মামলায় দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা আদায় করা হয়েছে।
অভিযানটি পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, নির্বাচনকালীন সময়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

