ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজ আপনারা দেখেছেন ১৩ নং ওয়ার্ডে আজ বিএনপি ও সকল পেশার মানুষ প্রচারণায় অংশ নিয়েছে। সকলে স্বতস্ফুর্ত ভাবে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের সাথে ১৩ নং ওয়ার্ডে গণসংযোগ পরিচালনার সময় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের আহ্বান নারায়ণগঞ্জের সকল আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে আমরা ধানের শীষকে বিজয়ী করবো।

