মোহাম্মদ শাহ আলম
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, এক তারিখের পর তিনি এলাকায় সক্রিয় সন্ত্রাসীদের নাম প্রকাশ করবেন, যারা তার নির্বাচনী প্রচারণায় যুক্ত কর্মীদের নানাভাবে হুমকি ও চাপ দিচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শাহ আলম বলেন, সন্ত্রাসীদের নাম ও অভিযোগ ইতোমধ্যে প্রশাসনকে জানানো হয়েছে। ফতুল্লায় কারা সন্ত্রাসী, তা সবাই জানে বলেও মন্তব্য করেন তিনি।
শাহ আলম জানান, প্রশাসন তার কাছে সময় চেয়েছে এবং অভিযোগগুলোর বিষয়ে দুই থেকে তিন দিনের মধ্যে প্রতিকার করার আশ্বাস দিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেয়া হলে এক তারিখের পর সবকিছু প্রকাশ করা হবে বলে তিনি স্পষ্ট করেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তার পক্ষে কাজ করা কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রশাসনের কাছে দেওয়া অভিযোগগুলো সম্পূর্ণ সত্য উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি কুতুবপুরের আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচিত মনিরুল আলম সেন্টু প্রসঙ্গে জানতে চাইলে শাহ আলম বলেন, এ বিষয়ে প্রশাসনের কাছ থেকেই বিস্তারিত জানা যাবে। যেহেতু প্রশাসন সময় চেয়েছে, তাই আপাতত গণমাধ্যমে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। আগামী মাসের (ফেব্রুয়ারি) এক তারিখের পর সকল সন্ত্রাসীদের নাম প্রকাশের কথা জানান তিনি।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেলসহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

