বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ গ্রেফতার ১০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৮, ২৮ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ গ্রেফতার ১০

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ডাকাত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ৫২০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ জিদান (১৯): ২০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকা থেকে আটক, মোঃ শামছুল আলম (৪০): মাদারীপুরের শিবচর থেকে আসা এই ব্যক্তির কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, মোঃ শামীম (২৮) ও মোঃ সুমন (২৯): গোদনাইল ও সুমিলপাড়া এলাকায় ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে।

​এছাড়া, গ্রেপ্তার করা হয় চুরি মামলায় মালিবাগ এলাকা থেকে মোঃ রাজিব হাওলাদার রাসেল (৪২) ও মোঃ জহির ইসলামকে (২২) একটি পুরনো চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।ডাকাতির প্রস্তুতি মামলার অভিযোগে পৃথক অভিযানে মাহে আলম (৩২) ও বন্দর এলাকার মোঃ হৃদয়কে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এছাড়াও আদালতের জিআর ও সিআর পরোয়ানা মূলে আরও ২ জন পলাতক আসামিকে গ্রেতার করা হয়েছে।

​সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত ১০ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।