বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি ফতুল্লায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০০, ২৮ জানুয়ারি ২০২৬

গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি ফতুল্লায় গ্রেফতার

ফাইল ছবি

নিষিদ্ধ সংগঠন যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মোঃ মমিন (২৯) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার(২৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার আওতাধীন ভূইগড় মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত মোঃ মমিন গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি গাজীপুরের উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দা জয়নাল আবেদিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর মোঃ মমিন আত্মগোপনে চলে যান। তিনি পরিচয় গোপন করে ফতুল্লার ভূইগড় মাহমুদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১টার দিকে ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং পরে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন,“৫ আগস্টের পর থেকে তিনি নাম-পরিচয় গোপন করে মাহমুদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”