প্রতীকী ছবি
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (৩৫) ও একই থানার সোনাকান্দা এলাকার মাধব চন্দ্র দাসের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমন চন্দ্র দাস (৩৮)। ধৃতদের বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

