ফাইল ছবি
নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ চাই। যেন মানুষ সুন্দরভাবে ভোট চাইতে পারে, ভোট দিতে পারে এবং সঠিকভাবে ভোটাধিকারের পরিবেশ তৈরী হয়। কিন্তু আমরা দেখছি কোন কোন স্থানে নারী সংগঠকদের, পুরুষ সংগঠকদের এবং আমাদের কর্মীদের বাঁধা দেয়া হচ্ছে।‘
বুধবার ফতুল্লার এনায়েতনগর এলাকায় গণসংযোগ কালে এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
আল আমিন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরেও যদি কেউ মনে করে গায়ের জোড় দেখিয়ে কেউ টিকে থাকবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। নারায়ণগঞ্জে যদি কারও ভোটাধিকার হরনের চেষ্টা করা হয়, মানুষকে যদি আতংকিত করার চেষ্টা করা হয়। তাহলে নারায়ণগঞ্জের ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ ভাবে এর দাতভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ।’
এদিন সকালে পাকাপুল মসজিদ, মাওলা বাজার, পাকবাড়ি, চতলার মাঠ, মুন্সিবাড়ি, বেপাড়ি বাড়ি, গুদারাঘাট, ফাজিল মুন্সিবাড়ি, গাউছিয়া মার্কেট, নবীনগর কবরস্থান, উত্তর নবীনগর, নরসিংহপুর, তারা স্পিনিং মিল, এতিমখানা এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ফতুল্লার উত্তর ইসদাইর, বুড়ির দোকান, রেললাইন এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস সহ ১১ দলের নেতাকর্মীরা।

