রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না : রিটার্নিং কর্মকর্তা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১১, ১ ফেব্রুয়ারি ২০২৬

ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না : রিটার্নিং কর্মকর্তা 

রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, আপনি কাউকে ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না। দুয়েকটি ঘটনা ঘটেছে। তবে আমরা আশা করবো এ ধরণের ঘটনা আর কেউ ঘটানের চিন্তাও করবেন না। নির্বাচনের পোস্টার ছেঁড়ার ঘটনা অন্যান্য জায়গায় হয়েছে তবে আমাদের এখানে কম হয়েছে। আমি বলবো আরেকজনের ক্ষতি করে আপনি কিছু করবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, পাঁচ বছরে আপনারা কী করবেন তা পাঁচ মিনিটে তুলে ধরা কঠিন। তবে আপনাদের বক্তব্যগুলো যদি কাজে লাগে তাহলে শুধু বন্দর নয়, দেশের যেকোন উপজেলার চেহারা পরিবর্তন হয়ে যাবে। যিনি জয়ী শুধু তিনি নয় পরাজিতরাও এ এলাকার মানুষের প্রতিনিধি। তারাও তো মানুষের ভোট পাবে। এর মানে তারাও কিছু মানুষের প্রতিনিধিত্ব করে।

তিনি বলেন, এখানে একজন প্রার্থী বলেছেন সকলকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে কাজ করার কথা। আমাদের এসপি সাহেব বলেছেন যে পাঁচটি এলাকায় আমরা এই অনুষ্ঠান করেছি এর মধ্যে এটিই সবচেয়ে সুন্দর অনুষ্ঠান। 

২৪ এর বিপ্লবের পর আমরা সামনে যেমন এগিয়ে যেতে পারি আবার কিছু ভুল আমাদের পিছিয়ে দিতে পারে। এই নির্বাচন ও গণভোট যদি আমরা সুষ্ঠু ভাবে করতে পারি তাহলে আমরা গণতন্ত্রের পথে ফিরতে পারবো।