বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গিয়াসপুত্র সাদরিলসহ বিএনপির ১৭ নেতাকর্মী বহিষ্কার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৪, ২৯ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে গিয়াসপুত্র সাদরিলসহ বিএনপির ১৭ নেতাকর্মী বহিষ্কার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ও সোনারগাঁ উপজেলা বিএনপির ১৭ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। 

বহিষ্কৃত নেতারা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল প্রধান, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাড. সাদ্দাম হোসেন, জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খব্দকার আবু জাফর, সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী। বহিষ্কৃত নেতাকর্মীরা বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।