শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাসেমীর প্রতিনিধিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৩, ৩০ জানুয়ারি ২০২৬

কাসেমীর প্রতিনিধিকে জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর প্রতিনিধিকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় এই জরিমানা করা হয়। 

নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, অভিযান পরিচালনাকালে সস্তাপুর আয়কর অফিস সংলগ্ন জমিয়তে উলয়মে ইসলাম এর প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) এর একটি ক্যাম্পে কয়েকটি ব্যানার পাওয়া যাতে খেজুর প্রতীকের পাশাপাশি ধানের শীষ প্রতীকের ছবি রয়েছে যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৭(ঙ) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর প্রতিনিধিকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ও আদায় করা হয়েছে।