ফাইল ছবি
নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ ও জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার নন্দলালপুর ও কায়েমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
অভিযানকালে অটোরিকশায় পোস্টার, লিফলেট ও স্টিকার সাঁটানোর মাধ্যমে আচরণবিধির ৭(গ) ধারা লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম (হরিণ মার্কা) এর প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই অপরাধে আচরণবিধির ৭(গ) ধারা লঙ্ঘনের দায়ে জমিয়তে উলয়মে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) এর প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া একই ধারায় জাতীয় পার্টির প্রার্থী মো. ছালাউদ্দিন খোকা মোল্লা (লাঙ্গল প্রতীক) এর প্রতিনিধিকেও ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, নির্বাচনকালীন সময়ে আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

