ফাইল ছবি
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭ জন মাদক কারবারি ও ৪ জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া আটটায় বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সাইফুল ইসলাম (৩০), সে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নাঁচ ছেঙ্গারচরের মিজানুর রহমানের ছেলে; আব্দুল রাজি (২৭), সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর এলাকার এরশাদ হোসেনের ছেলে; মোঃ হিরণ (২৫), সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ধামাকান্দি চক বাজার এলাকার মোঃ বাছিরের ছেলে; শ্যামল (২৭), সে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বোরহান উদ্দিনের ছেলে; শিপন মিয়া (৩৮), সে একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে; মোঃ রাহাত (২০), সে মোঃ নাদিমের ছেলে এবং মোসাঃ নাজনীন (৩৫), স্বামী আঃ রহিম, শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পুরিয়া হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে একই দিনে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার তালতলার শাহী মসজিদের সামনে চুরির সময় ৪ জন চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ইয়াসিন (১৮), সে সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব বরালী এলাকার আলমগীরের ছেলে; মোঃ মাফুজ (১৮), সে শরীয়তপুর জেলার জাজিরা থানার হাজী তাহের মাদবরকান্দি এলাকার মাতাহার সরদারের ছেলে; মোঃ সাকিবুল হাসান (১৬), সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতরখোলা এলাকার শেখের ছেলে এবং আসাদুল ইসলাম শান্ত (১৮), সে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার গুচ্ছগ্রাম এলাকার আকবর হোসেনের ছেলে।
ওসি জানায়, গ্রেপ্তারকৃত চোরদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক সেবী, মাদক কারবারি, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

