শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানের আসনে প্রচারণায় মাসুদুজ্জামান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৩৬, ৩০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের আসনে প্রচারণায় মাসুদুজ্জামান 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ

ঢাকা–১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নারী কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় মাসুদুজ্জামান বলেন, কড়াইল কিংবা সাততলা বস্তি উচ্ছেদের যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি কখনোই বস্তিবাসীদের বিরুদ্ধে নয়; বরং সবসময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে।

তারেক রহমানের অঙ্গীকারের কথা তুলে ধরে মাসুদুজ্জামান বলেব, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। সবার জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে, যাতে আত্মকর্মসংস্থান এবং বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলা হবে এবং নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে বিশেষ সহায়তা প্রদান করা হবে, যাতে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি নিশ্চিত হয় এবং নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। নাগরিক সুবিধাসহ পরিকল্পিত পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হবে। অল্প বৃষ্টিতেই বস্তিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়। এই সমস্যা নিরসনে বিশেষ ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, বস্তিবাসীরাও শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সব ধরনের সুযোগ-সুবিধা সমানভাবে পাবেন।