শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাহিত্য থেকে ডানপন্থীদের দূরে সরিয়ে রাখা হয়েছিল: রেজা রিপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪০, ৩০ জানুয়ারি ২০২৬

সাহিত্য থেকে ডানপন্থীদের দূরে সরিয়ে রাখা হয়েছিল: রেজা রিপন

ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আমরা রাজনীতির মানুষ। সাহিত্য নিয়ে সময় দেয়া হয় না। দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি সাহিত্য থেকে ডানপন্থীদের দূরে সরিয়ে রাখা হয়৷ সকল অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বাম ঘরনার লোকদের নিয়ে করা হয়। আজ আমি খুশী এখানে জাতীয়তাবাদী ও ডানপন্থী অনেকে আছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, সবসময় এ ব্যাপারে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের লোকেরা উদাসীন। আমরা আপনাদের পাশে থেকে এ অনুষ্ঠানগুলো করতে চাই। আমাদের সেই সুযোগ দিলে আমরা আপনাদের সাথে বিশদ আকারে কাজ করতে পারবো।

তিনি বলেন, বাঙালিরা সবাই স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোন না কোন সময়ে কবিতা ও আবৃত্তি চর্চা করেছে, বই পড়েছে। আমি মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্র ছিলাম। সেসময় আমি রোগা ছিলাম। আমি সেসময় মনে মনে রম্য কবিতা লিখেছিলাম।