মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, হাতাপাখা শুধু একটি প্রতীক নয়, এটি শোষণমুক্ত সমাজ ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতীক। তিনি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করেন।
শনিবার বন্দর ২৪ ও ২৫ নং ওয়ার্ডে গণসংযোগ করেন মুফতি মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেণ নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, আমরা অনেকে বলি ইনসাফভিত্তিক রাষ্ট্র। কিন্তু সেই ইনসাফ হবে কিসের ভিত্তিতে? আমরা স্পষ্ট বলতে চাই, সেই ইনসাফ হবে ইসলামী শরিয়াহর ভিত্তিতে। ইসলামী শরিয়াহ কোন চাপিয়ে দেয়া আইন নয়। এটা মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত এক ফর্মুলা।

