ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গণসংযোগের অংশ হিসেবে সোনারগাঁও উপজেলার বারদী বাজার এলাকায় এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ কালে সাংবাদিকদের নান্নু মুন্সি বলেন, আপনারা আমাকে বটগাছ প্রতীকে ভোট সংসদ সদস্য নির্বাচিত করলে আমার সংসদীয় এলাকায় কাউকে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যতা করতে দেওয়া হবে না। নিরাপদ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ গড়তে আগামী নির্বাচনে বটগাছ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

