শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভোটারদের প্লেট ও টাকা দিয়ে খেজুর গাছে ভোট প্রার্থনা!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪১, ৩১ জানুয়ারি ২০২৬

ভোটারদের প্লেট ও টাকা দিয়ে খেজুর গাছে ভোট প্রার্থনা!

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নারী ভোটারদের হাতে প্লেট, নগদ টাকা ও খেজুর দিয়ে ভোট চাইতে দেখা গেছে বিএনপির জোটের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে। 

শনিবার (৩১ জানুয়ারি) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কাসেমীর প্রতিনিধি ও আয়োজকদের দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন জমিয়তে উলয়মে ইসলাম এর প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নারীরা সারি ধরে দাঁড়িয়ে আছে স্টেজের সামনে। এসময় লাইনে দাঁড়ানো নারীদের হাতে পুরষ্কার হিসেবে প্লেট, নগদ এক হাজার টাকার নোট ও খেজুর তুলে দিচ্ছেন কাসেমী।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর। 

তিনি জানান, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জমিয়তে উলয়মে ইসলাম এর প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করছিলেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,২০২৫ এর ১৫ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন। এসময় উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেছেন। আমরা তাদের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু বলেন, এ বিষয়ে কোন প্রার্থী অভিযোগ করেননি। আমরা তদন্ত করে ব্যাবস্থা নেবো।