ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৪ আসনে জামায়াত এনসিপি জোট প্রার্থী অ্যাড. আবদুল্লাহ আল আমিনের গণসংযোগে সাধারণ ভোটার ও এলাকার স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
শনিবার দিনব্যাপী ফতুল্লার ৭/৮/৯ নম্বর ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৭/৮/৯ নম্বর ওয়ার্ডের ভোটার, সাধারণ মানুষ ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন ও শাপলা কলির জন্য গণসংযোগ করেন। এসময় সাধারণ ভোটাররা এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা জানান, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাস্তাঘাটের সমস্যা, নাগরিক সুবিধা না থাকা সহ নানাবিধ কথা তুলে ধরেন ভোটাররা। এসব বিষয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আল আমিনের প্রতিশ্রুতির বিষয়ে ভোটারদের আস্থা দিন দিন বাড়ছে। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে ভোটারদের। এছাড়া শাপলা কলির পক্ষে ফতুল্লার বিভিন্ন স্থানে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা পৃথক ভাবে গণসংযোগ করেছে। যার ফলে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে ভোটারদের।
গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস সহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। একাধিক পথসভায় আবদুল্লাহ আল আমিন বলেন, ‘এই অঞ্চলের সমস্যা সমাধানে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। এক্ষেত্রে আমি সকলের দোয়া চাই। ইতোমধ্যে শাপলা কলির পক্ষে মানুষের আস্থা তৈরী হয়েছে। তারা পরিবর্তন চায়। জুলাইয়ের সময়ে এই অঞ্চলের মানুষ পরিবর্তনের লক্ষ্যে লড়াই করেছে। তারা এবার সেই পরিবর্তন বাস্তবায়ন করতে ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত।’

