শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আদমজী জেনেভা ক্যাম্পে হাতপাখার গোলাম মসিহ’র গণসংযোগ;

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৬, ৩০ জানুয়ারি ২০২৬

আদমজী জেনেভা ক্যাম্পে হাতপাখার গোলাম মসিহ’র গণসংযোগ;

গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টায় আদমজী জেনেভা ক্যাম্প, সোনামিয়া মার্কেট, সুমিলপাড়া, আইলপাড়া, এস.ও রোড ও বার্মা স্ট্যান্ড-এ ব্যাপক গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদ, ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাজী মনির হোসন, যুগ্ম আহবায়ক হাফেজ বেলাল, আবু জাফর, বিলাল খান, যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

গোলাম মসিহ বলেন, এই আদমজীর জেনেভা ক্যাম্পে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করে, তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল। আমরা ঘোষণা করছি, যদি সেবা করার সুযোগ পাই তাহলে তাদের বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবো। এখানে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। গভীর সাব মার্সিবল স্থাপন করে পানির সংকট দূর করবো। তাছাড়াও মাদকের ভয়াল থাবা থেকে অত্র এলাকাকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সোনামিয়া মার্কেট সহ এস.ও ও বার্মাস্ট্যান্ড একটি বাণিজ্যিক অঞ্চল। জ্বালানী তেলের অনেক যোগান এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান সহ সকল চাঁদাবাজদের কবর রচনা করবো ইনশাআল্লাহ। আমরা দেশ ও জনগণের সেবক হতে চাই। ক্ষমতায় যাওয়া মূখ্য নয়, ইসলামকে ক্ষমতায় বসানো আমাদের মূল্য লক্ষ্য।