ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) অভিযানে তোরণ নির্মাণের মাধ্যমে আচরণবিধির ১৩ ধারা লঙ্ঘনের দায়ে বিএনপির ধানের শীষের প্রার্থী আবুল কালামের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া যানবাহনে পোস্টার, লিফলেট, স্টিকার ও ফেস্টুন সাঁটানোর অভিযোগে আচরণবিধির ৭(গ) ধারা লঙ্ঘনের দায়ে খেলাফতে মজলিসের দেয়াল ঘড়ি মার্কার প্রার্থী এ বি এম সিরাজুল মামুনের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে স্বতন্ত্র ফুটবল মার্কার প্রার্থী মো: মাকসুদ হোসেনের প্রতিনিধিকে ১০ হাজার টাকা এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার মার্কার প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদীর প্রতিনিধিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করেন মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই অভিযানে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে সংশ্লিষ্ট সব প্রার্থীর প্রতিনিধিরা দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

