শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪২, ৩১ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন ও পদ-পদবীকে নিয়ে তর্ক বিতর্ককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আজাহারুল ইসলাম (৫৫) নামের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার  ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আজাহারুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে রাজিব, হাসান, মিলন ও আবুল নামের চার জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে হত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করেছেন।

নিহত আজাহারুল ইসলাম রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। তিনি নরাবরটেক এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।  আজহারুল ইসলামের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা করার উদ্দেশ্যে কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা আলোচনা করছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতা রাজিব ও হাসান মিয়ার সঙ্গে অপর স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়ার ৯ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ও পদবী নিয়ে কথা কাটাকাটি নিয়ে  সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় ‎সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আজহারুল ইসলামের বুকে কিল ঘুষি মারার অভিযোগ ওঠে বিএনপি নেতা রাজিব ও হাসানের বিরুদ্ধে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় ইসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়া ও এমারত মিয়া। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও এলাকাবাসী বলেন, পদবী নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। ঝগড়া থামাতে গেলে আজহারুল ইসলামকে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, আজহারুল ইসলাম এর মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন। মৃতদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।