প্রতীকী ছবি
বন্দরে সেনাবাহিনীর সহয়তায় ৪ কেঁজী গাঁজা ও মাদক বিক্রি নগদ ৪ হাজার ৩০০ টাকাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে নূর আলম (৪৬) একই এলাকার আওলাদ মিয়ার ছেলে সেলিম (৩৫) দুলাল মিয়ার ছেলে লেংড়া শহীদ (৫০) ও মদনগঞ্জ ট্রলারঘাট বেঁধেপট্রি এলাকার দবির সরদারের ছেলে লিটন (৩৪)। এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং-। ধৃতদের শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার মাহামুদনগরস্থ ধৃত মাদক ব্যবসায়ী নূর আলমের বসত বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকাসহ উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল।

