ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, ৫৪ বছর পর্যন্ত মানুষ বিভিন্ন মার্কা, দল দেখেছে কিন্তু দেশ গঠনের এবার তারা হাতপাখাকে দেখতে চায়। হাতপাখাকে এবার ভোট দিবে সবাই। হাতপাখার রব উঠেছে চারিদিকে।
আজ বুধবার সকালে ১৭ ও ১৮নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সি, অ্যাসিস্টেন্ট আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম, অর্থ সম্পাদক মহানগর ছাত্র আন্দোলন এর সহ সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোলা-৪ আসনে আমাদের মহিলা কর্মীর উপরে হামলা ও তাকে হেনস্থা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
তিনি ৫ আসনের ব্যাপারে আশা ব্যক্ত করে বলেন, আমাদের নেতাকর্মীরা মাঠে বিভিন্ন জায়গায় হাতপাখার পক্ষে কাজ করে যাচ্ছে। জনগণ ঠিকমত ভোট প্রয়োগ করতে পারলে আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

