বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, চাষাঢ়ায় আমাদের ওভার পাস ও আন্ডারপাস অতি জরুরি। বিশেষ করে এক নং ও দুই নং রেলগেট এরিয়ায়। এছাড়া জনগণের দুর্ভোগ নিরসনের সুযোগ নেই। শহরের ভেতরে বিকল্প সড়ক না হলে জনসাধারণের দুর্ভোগ নিরসনের সুযোগ নেই। পাশাপাশি সাইনবোর্ড থেকে বাপ্পী সরণি পর্যন্ত যদি ফ্লাইওভার করা যায় তাহলে আরও সুন্দর হয়। এতে স্থায়ী সমাধান আসবে।
শনিবার (৩১ জানুয়ারি) শহরের শিল্পকলা একাডেমিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) অনুষ্ঠানে গিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, সমস্যা যত গভীর হয় সমাধান তত কাছে আসে। সমস্যা না থাকলে সমাধানের উৎস কোথা থেকে আসবে। মানুষ ভাল হলে দেশও সুন্দর হয়। আমি আপনাদের পূর্ব পরিচিত ব্যক্তি। আমি সমস্যাগুলো সমাধানের হাহাকার চলছে এমন দেখছি। বিগত সময়ে যারা সরকারে ছিল তারা ব্যার্থ হয়েছে। একারণে আমাদের নাগরিকদের আমাদের ওপর প্রত্যাশা অনেক বেশি।
সিটি করপোরেশনকে আমাদের শক্তিশালী করতে ব্যাবস্থা নিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ কলেজ হাজী জালাল করে গিয়েছেন। আমাদের হার্টের চিকিৎসার জন্য আমাদের দুর্ভোগ হয়। আমরা একটি হার্ট হাসপাতাল ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। আমাদের শীতলক্ষ্যা নদীকে রক্ষা করতে হবে। এই নদীকে ঘিরেই আমাদের শহর গড়ে উঠেছে।
বেগম খালেদা জিয়া নবীগঞ্জ ব্রিজ করার কথা বলেছিলেন। রাজনৈতিক হীনমন্যতার কারণে বিগত সরকার এটা করেনি। আমি আশা করি আমার অতীতে আমাকে যেভাবে মূল্যায়ন করেছেন। আমার আবেদন আপনারা ধানের শীষকে ভোট দিন।
নির্বাচনে জয়ী হতে পারলে নারায়ণগঞ্জ ৫ আসনের সকল প্রার্থীকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সবাইকে নিয়ে সমন্বয় করে উন্নয়ন কাজ ও বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দেন কালাম।

