ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৪ আসনে জামায়াত এনসিপি জোট প্রার্থী অ্যাড. আবদুল্লাহ আল আমিনের গণসংযোগে সাধারণ ভোটার ও এলাকার স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আশরাফিয়া মাদ্রাসা, শান্তিধারা, গিরিধারা, মৃধা মার্কেট, জিরো পয়েন্ট, দক্ষিন মাথা, ক্যানেল পাড়, খোকন মার্কেট, ভুইগর বাজার, মামুদপুর, করিম মার্কেট, তাইজুদ্দিন মার্কেট, ঈদগাহ, রঘুনাথপুর, ব্যাংক কলোনী এলাকায় ভোটার, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন ও শাপলা কলির জন্য গণসংযোগ করেন। এসময় সাধারণ ভোটাররা এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা জানান, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাস্তাঘাটের সমস্যা, নাগরিক সুবিধা না থাকা সহ নানাবিধ কথা তুলে ধরেন ভোটাররা। এসব বিষয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আল আমিনের প্রতিশ্রুতির বিষয়ে ভোটারদের আস্থা দিন দিন বাড়ছে। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে ভোটারদের।
গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস সহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। একাধিক পথসভায় আবদুল্লাহ আল আমিন বলেন, ‘এই অঞ্চলের সমস্যা সমাধানে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। এক্ষেত্রে আমি সকলের দোয়া চাই। ইতোমধ্যে এলাকায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজরা একত্রিত হয়েছে শাপলা কলির গণজোয়ারের বিপক্ষে। জনতার একত্রিত ফলাফলই এই চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিজয় এনে দিবে।

