রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

ফাইল ছবি

আড়াইহাজার উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী কলস প্রতী‌কের আতাউর রহমান আঙ্গুর‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়ন এলাকায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে টহল অভিযান চালায় মোবাইল কোর্ট। 
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযানে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৯(ক) বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খানের প্রতিনিধি আল আমিনকে অভিযুক্ত করে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।