শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি: মান্নান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৬, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৭, ৩০ জানুয়ারি ২০২৬

আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি: মান্নান 

ফাইল ছবি

গণসংযোগে আবেগঘন কণ্ঠে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমি এসেছি আপনাদের ভালোবাসার রাজনীতি করতে। আপনারা যে বিশ্বাস ও ভালোবাসা দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হলে সোনারগাঁকে অন্যায়, দুর্নীতি ও ভয়মুক্ত একটি জনপদ হিসেবে গড়ে তুলবো।

শুক্রবার (৩০ জানুয়ারি)  বাদ জুম'আ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানুষের ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে বিএনপি কখনো পিছপা হবে না।

 নির্বাচনী গণসংযোগে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত এই গণসংযোগে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় নির্বাচনী আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। ধানের শীষের নির্বাচনী গণসংযোগে মানুষের ঢল নামায় পুরো এলাকা। জনতার উচ্ছ্বাস, স্লোগান আর আবেগে মুখর হয়ে ওঠে চারদিক।

ধানের শীষ প্রতীক হাতে নিয়ে দূর-দূরান্ত থেকে দলে দলে ছুটে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পিরোজপুরের রাজপথ। জনতার মাঝেই যেন ফুটে ওঠে পরিবর্তনের প্রত্যাশা আর নতুন দিনের স্বপ্ন।

স্থানীয় ভোটাররা বলছেন, আজহারুল ইসলাম মান্নান কেবল একজন প্রার্থী নন তিনি মানুষের আস্থার প্রতীক। সুখে-দুঃখে পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান এবং সাধারণ মানুষের কথা বলার মানুষ হিসেবেই তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই এই গণসংযোগ যেন নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের ভালোবাসার স্বতঃস্ফূর্ত প্রকাশ।

এ সময় গনসংযোগে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম বিডিআর, শহিদ সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, সফিউল আলম বাচ্চু, মোহাম্মদ আলী, এডভোকেট দিপু, আবুল হোসেন, তমিজউদদীন, আলিনুর বেপারী, হাসান মোল্লা,জুয়েল বেপারী, রিপন বেপারী প্রমুখ৷