ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদের ছুটিতে নগরীর পার্ক ও বিনোদনকেন্দ্র গুলো শিশুদের কোলাহলে পূর্ণ হবে বলে প্রত্যাশা মালিকদের।
বুধবার (১০ এপ্রিল) পার্কগুলো ঘুরে এবং মালিকদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। ঈদকে কেন্দ্র করে নগরীর চৌরঙ্গী পার্ক, নম পার্কসহ বিভিন্ন পার্ককে সাজানো হয়েছে এবং ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। ঈদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত খন্ডকালীন কর্মী নিয়োগ দেয়া হয়েছে।
নগরীর চৌরঙ্গী পার্কের মালিক সাত্তার জানান, আশা করছি মানুষ আসবে। আমাদের এই চার দেয়ালের শহরের বাচ্চাদের খেলাধুলার জন্য পর্যাপ্ত যায়গা নেই, নেই আলো বাতাসের ব্যবস্থা। সেজন্য ঈদে সবাই পার্কে এসে একটু খোলা বাতাস ও বিনোদন পেতে চায়। নগরবাসীকে আমন্ত্রণ রইলো পার্কে।