শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৩, ১৫ জানুয়ারি ২০২৬

যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় পুলিশ আক্রান্তের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় সদর মডেল থানাধীন দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু (৫৪)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল আরামবাগ এলাকার বাসিন্দা। অপরজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও যুবলীগের সক্রিয় কর্মী মোতালেব হোসেন মাস্টার (৪৭), যিনি বন্দর থানার কাইতা খালি এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধেই সদর মডেল থানায় দায়ের করা পুলিশ আক্রান্ত মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হবে।