ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর নিকটবর্তী এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬ চূড়ান্ত করার এই আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো: নজরুল ইসলাম।
এসময় সভায় অধ্যাদেশটির বিভিন্ন দিক পর্যালোচনা করে চূড়ান্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬ অতি শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে গত ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনায় নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্রস্তাব প্রেরণ করা হয়।
নগরবাসীরা বলছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ নগরবাসীর লালিত এই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছানোয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশাবাদ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

