শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পাইনাদী নতুন মহল্লা বায়তুস সালাম জামে মসজিদ চত্ত্বর বাড়ীওয়ালা কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০৬, ৪ জুন ২০২২

পাইনাদী নতুন মহল্লা বায়তুস সালাম জামে মসজিদ চত্ত্বর বাড়ীওয়ালা কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জে ‘পাইনাদী নতুন মহল্লা বায়তুস সালাম জামে মসজিদ চত্ত্বর বাড়ীওয়ালা কল্যাণ সমিতির’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় পাইনাদী নতুন মহল্লা এলাকার সুলতানের মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে এ. কে. এম হারুন অর রশিদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেম নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার ইসলাম। পাইনাদী নতুন মহল্লা বায়তুস সালাম জামে মসজিদ চত্ত্বর বাড়ীওয়ালা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুস সালাম জামে মসজিদের সভাপতি আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী শামস উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক মোশাররফ হোসেন, শাপলা চত্ত্বর আবাসিক সমাজ কল্যাণ সংঘের সভাপতি বশির আহমদ, পাইনাদী নতুন মহল্লা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ও পাইনাদী বাড়ি মালিক কল্যাণ সমিতির সভাপতি শমসের আলী, পাইনাদী সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ ইসমাইল তালুকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সৈয়দ আহাম্মদ, আবুল কাসেম, শওকত ওসমান, মানিক মিয়া, মোঃ ফয়েজ উল্লাহ প্রমুখ

অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন পাইনাদী নতুন মহল্লা বায়তুস সালাম জামে মসজিদ চত্ত্বর বাড়ীওয়ালা কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক। 

স্বাগত বক্তব্য রাখেন পাইনাদী নতুন মহল্লা বায়তুস সালাম জামে মসজিদ চত্ত্বর বাড়ীওয়ালা কল্যাণ সমিতির সভাপতি এ. কে. এম হারুন অর রশিদ।

তিনি বলেন, আমাদের এলাকার অনেক মেধাবী ছেলে আছে যার মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। কিন্তু বর্তমানে আমাদের এলাকার ভবিষ্যৎ প্রজন্ম মাদকের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে। তারা এখন ইভটিজিং এ ব্যস্ত। এভাবে হলে এ প্রজন্ম হারিয়ে যাবে। তাই আমাদের এখনই মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসর প্রাপ্ত জেনারেল ম্যানেজার মোঃ ফরিদ হাসান পারভেজ, ডিপিডিসির অবসর প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইঞ্জিঃ মোঃ আব্দুল কাদের।#