বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫০, ৩০ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের টানবাজার এলাকায় ১২শ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এতে বক্তারা বলেন, আমরা আজ ১২শ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদা হায়দার খান কাজল, পাট আড়ৎদার সমিতির সভাপতি ফয়েজউদ্দিন লাভলু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, পরিচালক এহসানুল হাসান নিপু, সোহান আক্তার, রতন কুমার সাহা, হোসিয়ারি সমিতির সভাপতি নাজমুল হাসান সজল প্রমুখ।