
মিছিল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবদলের সাবেক নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছে বিএনপির একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ বিক্ষোভ মিছিল কর্মসূূচি পালন করা হয়। এর আগে গত রোববার সকাল ১১টার দিকে আড়াইহাজার পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগরের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে। এ হামলার প্রতিবাদের উপজেলার বিএনপির প্রচার সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে সোমবার বিকেলে বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর সমর্থিত নেতাকর্মীরা মিছিল করে। হামলাকারীরা বিএনপি'র ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরল ইসলাম আজাদের অনুসারী বলে বক্তারা জানান।
এ সময় তারা বিভিন্ন ¯েøাগান দেন। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, উপজেলা বিএনপির একটি গ্রæপ উপজেলা জুড়ে দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে চলেছে। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টিসহ নানা প্রকার অপতৎপরতায় জড়িত রয়েছে ওই গ্রæপটি। এসবের প্রতিবাদ করার কারণে যুবদলের সাবেক সভাপতি আলী আজগরের উপর হামলা করে। তারা ন্যক্কারজনক এ হামলার ঘটনার তীব্র্র নিন্দা জানিয়ে হামলার নির্দেশদাতাসহ সব সন্ত্রাসীকে দ্রæত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।