
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন তিনটি ভবনের বর্ধিত স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে রাজউক। একইসঙ্গে ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও চারটি মিটার জব্দ করা হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার ভুইগড় ও পূর্ব শান্তিধারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে দুটি ভবন এবং অনুমোদন ও নকশা ছাড়া সরকারি রাস্তা দখল করে একটি ভবন নির্মাণের প্রমাণ পাওয়া যায়। ফলে নকশা বহির্ভূত স্থাপনাগুলো ভেঙে ফেলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি চারটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, ‘রাজউকের অনুমোদনবিহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। ভবন নির্মাণে যেখানে ব্যত্যয় ঘটবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার এস. এম. এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার নিপেন চন্দ্র সিদ্ধা, প্রধান ইমারত পরিদর্শক আবু বকর সিদ্দিক, ইমারত পরিদর্শক মাজেদুল ইসলাম, আশরাফুল ইসলাম হৃদয়, সোহেল রানা, সারোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, রুবেল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।