শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৪ দিনেও লুন্ঠিত টাকা ও র্স্মাট ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:২৪, ২৯ জুন ২০২২

১৪ দিনেও লুন্ঠিত টাকা ও র্স্মাট ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ 

সুর্বনা

বন্দরে ছিনতাইকারিদের অস্ত্রের আঘাতে গৃহবধূ সুর্বনাসহ ২ জন জখম হওয়ার ঘটনার ১৪ দিন অতিবাহিত হলেও লুন্ঠিত মালামাল উদ্ধারের কোন সংবাদ জানাতে পারেনি পুলিশ। মামলার বাদিনীর অভিযোগ অভিযুক্ত ছিনতাইকারি সোয়াইফ (২২) ও ইপ্তি ওরফে একান্ত (২২) সোনাকান্দা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করলেও মামলার তদন্তকারি কর্মকর্তা রহস্য জনক কারনে অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার করার কোন উদ্যোগ গ্রহন করেনি। 

গত ১৫ জুন বুধবার ভোর ৪টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কড়ইতলা নামক এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। যার মামলা নং- ২৭(৬)২২।

তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার মাহামুদনগর  এলাকার সেলিম হোসেন জয় মিয়ার ছেলে সুলাইমান জর্ডান থেকে দেশের আসার কথা। এ সুবাদে প্রবাসী সুলাইমানের মা সুর্বনা আক্তার  ও তার ভাগ্নিা আবরার হাসনাত গত ১৫ জুন বুধবার ভোর ৪টা ২০ মিনিটে বাসা হইতে বের হয়ে অটো গাড়ী যোগে বন্দর ঘাটে রওনা হয়। পরে তাদের গাড়ীটি বন্দরের সোনাকান্দা কড়ইতলা নামক এলাকায় আসলে ওই সময় উৎপেতে থাকা সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত আজিজুর রহমান বাবু মিয়ার ছেলে ছিনতাইকারিসোয়াইফ (২২) ও একই এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে অপর ছিনতাইকারি ইপ্তি ওরফে একান্ত (২২) ধারালো অস্ত্র নিয়ে অটোগাড়ী গতিরোধ করে। পরে উল্লেখিত ছিনতাইকারি অটোগাড়ী চালককে বেদম ভাবে পিটিয়ে অটোগাড়ীতে থাকা গৃহবধূ সুর্বনা আক্তার ও তার ভাগ্নিাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নগদ ৭০ হাজার টাকা ও ১টি র্স্মাট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।