শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ঝোপ থেকে জোড়া মৃত ভ্রূণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৩, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৩, ৯ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ঝোপ থেকে জোড়া মৃত ভ্রূণ উদ্ধার

ফাইল ছবি

​নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটী পাচতলা কলোনীর সামনে একটি পরিত্যক্ত ঝোপ থেকে শুক্রবার বিকেলে পুলিশ সবুজ রংয়ের কাপড়ে মোড়ানো দুটি মৃত মানব ভ্রূণ উদ্ধার করেছে।

শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত ওই জায়গায় সবুজ কাপড়ে মোড়ানো সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। তারা জরুরি সেবা-৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কাপড়টি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়, কাপড়ের ভেতরে দুটি মৃত মানব ভ্রূণ রয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব আহম্মেদ জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পরই তিনি দল নিয়ে সেখানে যান এবং ভ্রূণ দুটি উদ্ধার করেন। 

​এসআই আফতাব আহম্মেদ আরও জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ভ্রূণ দুটি সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।