ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ডকইয়ার্ড থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শহীদ বিষয়টি নিশ্চিত করেন।
সকালে ধর্মগঞ্জ এলাকার তাপস সাহেবের ডকের সামনে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে এসআই শহীদ জানান, আমরা ঘটনাস্থলে আছি৷ এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।