শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যা নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৭, ৭ নভেম্বর ২০২৪

শীতলক্ষ্যা নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সংলগ্ন সাধুরঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩২) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল হালিম।

তিনি বলেন, স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশটি ছয় থেকে সাত দিনের আগের হবে। এ সময় পরনে ছিল সেলোয়ার কামিজ। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। সনাক্ত করার চেষ্টা চলছে।