শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০০, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:০৬, ২৬ নভেম্বর ২০২৪

ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন

ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর উদ্যোগে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয় । 

সকাল থেকেই ইসদাইর এলাকাবাসী চোখের বিভিন্ন সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা নিতে আসেন ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘের কার্যালয়ে । এই আয়োজনের চিকিৎসা সেবায় ছিলেন নগরীর মেডিভিশন হসপিটাল , নারায়ণগঞ্জ এর অভিজ্ঞ চিকিৎসক টিম । 

এই বিষয়ে ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘের সভাপতি মোঃ মেহেরাব হোসেন অপু জানান , " আমরা ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘের সেচ্ছাসেবীরা বিভিন্ন সময়ে ইসদাইর এলাকাবাসীর সেবায় বিভিন্ন আয়োজন ও উদ্দ্যোগ গ্রহণ করে থাকি । সেই ধারাবাহিকতায় এবার আমরা এলাকাবাসীর চিকিৎসা সেবায় এই আয়োজন এর উদ্যোগ নিয়েছি এবং এলাকাবাসীর সাড়া পেয়ে আমরা নিজেদের উদ্যোগকে স্বার্থক মনে করছি  এবং ভবিষ্যতে আরো কিছু চিকিৎসা সেবা ক্যাম্পেইন আয়োজনের জন্য অনুপ্রাণিত হয়েছি ।

আমি মেডিভিশন হসপিটাল কতৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি , আমাদের এতো চমৎকার আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করার জন্য এবং একই সাথে ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘের প্রতিটি সেচ্ছাসেবীকে ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমরা আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। " 

আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মোঃমেহেরাব হোসেন অপু,সাধারণ সম্পাদক মোঃআলা-আমীন,সহ সভাপতি মোঃ আবু তালেব পান্না সহ সভাপতি মোঃ মশিউর রহমান জিসানযুগ্ন সাধারণ সম্পাদক মোঃওভায়েদ হোসেন শুভসাংগঠনিক সম্পাদক মোঃরানা খান সহ সাংগঠনিক সম্পাদক রিফাত, অর্থ সম্পাদক মোঃকামাল হোসেন, প্রচার সম্পাদক মোঃআকাশ, সহ প্রচার সম্পাদক  মোঃনিলয়,ক্রিয়া সম্পাদক মোঃজনি, সহ ক্রিয়া সম্পাদক মোঃরিদয়,উপ সমাজ কল্যান সম্পাদক মো:অভি,সাংস্কৃতিক বিষয় সম্পাদক মোঃ আশিকুর ইসলাম আলমগীর, কার্যকারি সদস্য রিপ্ত চন্দ্র দাস,প্রিতম চন্দ্র দাস,সদস্য নাসির উদ্দিন শুভ, তালাত মোরসালিন, নাবিল,ফারুক,মুন্না,আফফান, হিরা প্রমুখ