প্রতীকী ছবি
আড়াইউহাজারের মাধবদী থানার আবদুল্লাকান্দি গ্রামে পার্শ্ববর্তী একটি গাছ কেটে দেওয়ার বিষয় নিয়ে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ তিনজন আহত হয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মনির হোসেন (৩৫) ও তার স্ত্রী নাজমা আক্তার (৩০) জানান, তাদের প্রতিবেশী মুক্তারের একটি বড় আম গাছ দুই পরিবারের বসতবাড়ির সীমানার কাছাকাছি থাকায় তারা একটি ঘর নির্মাণে সমস্যার মুখে পড়ছিলেন। তারা মুক্তারকে গাছটি কেটে দেওয়ার জন্য অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে মুক্তার, তার ছেলে আসিফ এবং কয়েকজন সহযোগী ধারাল অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।
এই সময় তাদের ছেলে সিয়ামকেও (১৭) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মনির হোসেন ও নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

