বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে এলপিজির অতিরিক্ত দাম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত, তিনজনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫১, ৬ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে এলপিজির অতিরিক্ত দাম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত, তিনজনকে জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে আড়াইহাজার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মামলায় তিনজনকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) গোপালদী বাজার ও রামচন্দ্রদী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আড়াইহাজার উপজেলায় অধিকাংশ মানুষ রান্নার কাজে এলপিজি ব্যবহার করেন। ফলে এলপিজির দাম বাড়তি রাখলে সাধারণ ভোক্তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। এ কারণে ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।

অভিযানকালে রামচন্দ্রদী বাসস্ট্যান্ড এলাকায় এলপিজি সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে মায়ের দোয়া ট্রেডার্সের মালিক রোমান (৩৫) এবং তোফাজ্জল হার্ডওয়ার এন্ড ইলেকট্রিক হাউজের মালিক তোফাজ্জলের (৪০) বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুটি পৃথক মামলা করা হয়। আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া গোপালদী বাজারে একই অভিযোগে আলম স্টোরের মালিক আলম (৩০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গোপালদী বাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে হৃদয় (২০) কে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, এলপিজি এখন সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জ্বালানি। অতিরিক্ত দামে বিক্রি ও ভোক্তা হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।