মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের ছুটিতে যাদুঘর তাজমহল পানামে বিদেশী পর্যটকদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৮, ১২ এপ্রিল ২০২৪

ঈদের ছুটিতে যাদুঘর তাজমহল পানামে বিদেশী পর্যটকদের ভিড়

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী তাজমহল, সোনারগাঁ যাদুঘর ও পানাম সিটিতে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। 

দেশী পর্যটকদের পাশাপাশি এবার পানামে বিদেশি পর্যটকদের ভিড় এখানে চোখে পড়ার মত।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকে সোনারগাঁ যাদুঘর, তাজমহল ও পানাম সিটি ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এসময় দেশী পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও ব্যাপক ভিড় দেখা যায় এখানে। আমেরিকা, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা পানাম সিটিসহ এসব স্থানে ঘুরতে আসছেন বলে জানা গেছে। 

পানাম সিটি ভ্রমনে আসা এক ফ্রান্স পর্যটকের সাথে আসা জোবায়ের জানান, এখানে ঘুরে বেশ আনন্দ পেয়েছি আমরা। উনি দেশের বাইরে থাকেন, আমাদের নিয়ে এসেছেন। এখানকার মানুষজন খুবই বন্ধুসুলভ। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা আমাদের অনেক সাহায্য করেছে। ঘুরিয়ে দেখিয়েছে। আমি বেশ আনন্দ পেয়েছি।

ট্যুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ঈদের সময় এখানে দর্শনার্থীদের ভিড় একটু বেশি থাকে। এবার দেশীয় পর্যটকদের পাশাপাশি অনেক বিদেশি অতিথিও আসছেন। তাদের কারও যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখছে ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্যেও কাজ করে যাচ্ছেন তারা।